ইউরেনাস গ্রহের ২৭টা চাঁদ রয়েছে। নাসার বিজ্ঞানীরা নতুন গবেষণার পর দাবি করেছেন, ইউরেনাসের যে সবচেয়ে বড় চারটে চাঁদ রয়েছে সেগুলি কেবল বরফ আর গ্যাসেই তৈরি নয়। সেই ৪টে চাঁদেই রয়েছে বিশাল সমুদ্র।
সে সমুদ্রের গভীরতা বহু মাইল। অনেক মাইল গভীর সেই সব সমুদ্রে জল রয়েছে। যা এতদিন ভাবাই যেত না। মনে করা হত সেখানে কেবল গ্যাস আর বরফ রয়েছে।
কিন্তু এখন নাসার বিজ্ঞানীরা দাবি করছেন, ইউরেনাসের ৪টে বৃহৎ উপগ্রহে প্রতিটারই কোর অর্থাৎ কেন্দ্র এবং উপরিভাগ বাদ দিলে মাঝে রয়েছে সমুদ্র।
যার অর্থ উপরে বরফের পুরু চাদর আর তার তলায় সমুদ্রের জল টলটল করছে। ইউরেনাস সম্বন্ধে আরও জানতে যে যান পাঠানো হয়েছিল তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নতুন ধারনা সামনে এনেছেন বিজ্ঞানীরা।
যা আগামী দিনে সঠিক বলে সার্বিক মান্যতা পেলে বদলে যেতে পারে বিশ্বজোড়া পাঠ্যপুস্তক। মহাকাশবিজ্ঞান যেভাবে গতি পাচ্ছে তাতে এখন নানা গ্রহ সম্বন্ধে নতুন নতুন তথ্য চমকে দিচ্ছে বিশ্ববাসীকে।