ভূমি ধস একটা বড়ো প্রাকৃতিক বিপর্যয়। নানা কারণ যেমন ভূখণ্ডের আকৃতি, এর ঢাল ও জল নিষ্কাশনের দিক, মাটি ও বেডরকের উপাদানগত বৈশিষ্ট্য এবং জলবায়ু, বৃষ্টিপাত, নদীখাত এবং ভূমিকম্পের ফলে স্থলের গতিপ্রকৃতির মতো নানা পরিবেশগত অবস্থা ভূমিধস কোথায় ঘটবে তা প্রভাবিত করে। এতগুলি পরিবর্তনশীল বিষয়ের মধ্যে কখন, কোথায় পৃথিবীর কোন অঞ্চল ধসে যেতে পারে তা ভবিষ্যদ্বাণী করা সত্যিই কঠিন।
আগে ভূতাত্ত্বিকরা বহু তথ্য ও তত্ত্ব দিয়ে ভৌত এবং পরিসংখ্যানগত মডেলে ফেলে সম্ভাব্য ভূমিধস এলাকা চিহ্নিত করতেন, কিন্তু তা খুবই সময়সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য বা নানা ক্ষেত্রে আসাধ্য হত। বর্তমানে ভূতাত্ত্বিকরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটা নতুন কৌশল তৈরি করেছেন, যা ব্যবহার করলে, কোথায় এবং কেন ভূমিধস ঘটতে পারে, তার পূর্বাভাস পাওয়া যাবে। ফলে বিশ্বের সবচেয়ে দুর্যোগ-প্রবণ অঞ্চলে জীবন ও সম্পত্তি রক্ষার প্রচেষ্টা সফলভাবে করা যেতে পারে। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক মেশিন আগের তুলনায় অনেক নির্ভুল এবং ভূমিধসের সম্ভাব্য কারণ ঠিকমতো ব্যাখ্যা করতে পারে। আর এর জন্য কম কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে একটা গবেষণাপত্রে UCLA- র ভূতাত্ত্বিকদের আবিষ্কার করা এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক মেশিনের কথা প্রকাশিত হয়েছে।