আমরা জানি যে সাধারণত ভাইরাস শুধুমাত্র নির্দিষ্ট ধরনের হোস্টকে সংক্রামিত করে যেমন, এমন অনেক ভাইরাস রয়েছে যা মানুষকে সংক্রামিত করে কিন্তু অন্য প্রাণীকে সংক্রামিত করে না। তবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রায়শই পাখি থেকে অন্য প্রজাতিতে সংক্রমণ ঘটায়। ২০০৯-এ এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে অতিমারির সৃষ্টি হয়েছিল। এইচ১এন১ “সোয়াইন ফ্লু” ভাইরাস পাখি থেকে শূকর এবং তারপরে মানুষের মধ্যে সংক্রমণ ঘটিয়েছিল। বর্তমানেও, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে পাখি, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য কিছু প্রাণী সংক্রমিত হয়েছে এবং মারা গেছে। আমরা কেউই জানি না যে এই ফ্লু ভাইরাস শেষ পর্যন্ত মানুষকে সংক্রামিত করবে কিনা বা মহামারী সৃষ্টি করার ক্ষমতা রাখবে কিনা।
বার্ড ফ্লু ভাইরাস যদিও মানবদেহে সংক্রমণ ঘটিয়েছে তবে বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না যে ভাইরাসগুলো অন্যান্য প্রজাতির কোশে কীভাবে ছাড়িয়ে যায়। এই সূত্রই প্রদান করেছে এই নতুন গবেষণা। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের মলিকিউলার ভাইরোলজিস্ট ওয়েন্ডি বার্কলে বলেন, কোনও হোস্টকে সংক্রামিত করার ক্ষেত্রে ভাইরাস তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তাদের সাথে বহন করে না বরং তারা হোস্টের কোশের অভ্যন্তরে থাকা কোশীয় অঙ্গাণু ব্যবহার করে এবং নিজেদের প্রতিলিপি তৈরি করে। গবেষকদের আগেই ধারণা ছিল যে ভাইরাসের অভ্যন্তরে থাকা পলিমারেজ তাদের প্রতিলিপি গঠনে সাহায্য করে কিন্তু সংক্রমণ ঘটানোর জন্য আরও বেশি কিছু দরকার। প্রতিলিপি গঠনের জন্য ভাইরাসকে হোস্ট প্রোটিন নিয়ন্ত্রণে আনতে হয় যেমন ANP32 প্রোটিন, যা পলিমারেজ গঠনকারী প্রোটিনকে একত্রিত করতে সাহায্য করে। গবেষকরা ইলেক্ট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে স্তন্যপায়ী কোশের ভিতরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রোটিন পরীক্ষা করে দেখেন যে কিছু ভাইরাল কণার সাথে পাখির ANP32 প্রোটিনের অংশবিশেষ সংযুক্ত থাকে। প্রোটিনটি সম্ভবত ভাইরাল পলিমারেজের সাথে সংযুক্ত থাকে। পলিমারেজ এবং ANP32 প্রোটিনের মধ্যে আকর্ষণ যত বেশি হবে, তত বেশি সহায়ক প্রোটিন ভাইরাসে একত্রিত হবে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে উপস্থিত ANP32 প্রোটিন স্তন্যপায়ী প্রাণীর তুলনায় ভিন্ন তাই কীভাবে এটি মানুষের এবং অন্যান্য স্তন্যপায়ীর কোশে ANP32 প্রোটিনকে আঁকড়ে ধরে ব্যবহার করে তা আজও রহস্যাবৃত। গবেষকদের অনুমান যে সম্ভবত কিছু ফ্লু ভাইরাসে ইতিমধ্যেই কিছু পরিব্যক্তি বা মিউটেশন রয়েছে যা ভাইরাল পলিমারেজকে স্তন্যপায়ী ANP32 প্রোটিনের সাথে পারস্পরিক ক্রিয়া করতে সহায়তা করে।