আমাদের মধ্যে অনেকেই ছোটোবেলা থেকে বাঁ হাতে কাজ করে, অনেক সময় সমাজে তাদের কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। বিষয়টিকে অনেকেই স্বাভাবিক ভাবে নিতে পারেন না আবার কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিক ভাবে নিলেও অনেকেই কিন্তু বাঁ হাতে লেখা, খাওয়া ঠিক মেনে নিতে পারেন না। তবে এটা কোনও অস্বাভাবিকতা নয়। ডান-হাতিরা যেমন মস্তিষ্কের বাঁ দিকের অংশটি বেশি ব্যবহার করে, তেমনই বাঁ-হাতিরা মস্তিষ্কের ডান দিকের অংশ বেশি ব্যবহার করে। কিন্তু কেন কিছু লোক বাঁ হাত ব্যবহার করে যেখানে বেশিরভাগ মানুষই ডান হাতে কাজ করে? এক নতুন গবেষণা এর জন্য দায়ী করছে একটি জেনেটিক উপাদানকে। গবেষকরা কোশের আকৃতি নিয়ন্ত্রণে জড়িত একটি জিন শনাক্ত করেছেন এবং এই জিনটি বাঁ হাত ব্যবহারকারীদের মধ্যে ২.৭ গুণ বেশি সাধারণ বলে মনে করছেন। যদিও এই জেনেটিক বৈচিত্র শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ সম্ভবত ০.১% বাঁ-হাতিদের ক্ষেত্রে সত্য – তবে গবেষকরা বলেছেন যে গবেষণায় দেখা গেছে যে TUBB4B নামক এই জিনটি মস্তিষ্কের অসাম্যতার বিকাশে ভূমিকা পালন করতে পারে যা আবার নিশ্চিত করে কোন হাত প্রধান বা কাজের হাত বলে বিবেচিত হবে। ইউকে বায়োব্যাঙ্ক নামে একটি ডেটাসেটে ব্রিটেনের ৩৫০,০০০ মধ্যবয়সী থেকে বয়স্ক ব্যক্তিদের মধ্যে জিনগত তথ্যের উপর ভিত্তি করে এই ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে প্রায় ১১% বাম-হাতি ছিল।
মানুষের মস্তিষ্কে ডান এবং বাঁ, দু’টি ভাগ রয়েছে। যাদের দক্ষতা এবং সক্ষমতা বিপরীতধর্মী। ডান অংশটি সৃজনশীলতা এবং আবেগে ভরপুর। এবং বাঁ দিকটি সেই সৃজনশীলতা, আবেগের ক্ষেত্রে যুক্তি-বুদ্ধির রাশ ধরে থাকে। নেদারল্যান্ডসের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সাইকোলিঙ্গুইসটিক্সের নিউরোবায়োলজিস্ট ক্লাইড ফ্রাঙ্কসের মতে বেশিরভাগ লোকের ভাষার জন্য মস্তিষ্কের বাম-গোলার্ধের আধিপত্য রয়েছে এবং একটি অবস্থানের দিকে দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হয় এমন কাজের জন্য ডান-গোলার্ধ গুরুত্বপূর্ণ। তবে মস্তিষ্কের দু’টি ভাগ একে অপরের সঙ্গে সংযুক্ত এবং পরস্পরের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, মস্তিষ্কের ডান অংশ বাম দিকের পেশিগুলো নিয়ন্ত্রণ করে আর ডান অংশ বাম দিকেরগুলো। এখন প্রশ্ন হল: বাম-হাতিদের মধ্যে মস্তিষ্কের অসাম্যতা ভিন্নভাবে বিকাশের কারণ কী?” মানব ভ্রূণে, মস্তিষ্কের এই দুটি গোলার্ধ ভিন্নভাবে বিকাশ শুরু করে। TUBB4B জিন একটি প্রোটিন নিয়ন্ত্রণ করে যা মাইক্রোটিউবুল নামক ফিলামেন্টের সাথে একত্রিত হয়ে কোশের অভ্যন্তরীণ গঠন প্রদান করে। ফ্রাঙ্কসের মতে এই জিনে বিরল মিউটেশন বা পরিব্যক্তি, বাঁ-হাতিদের মধ্যে বেশি সাধারণ ফলত এটা স্পষ্ট যে মাইক্রোটিউবুল মস্তিষ্কের এই অসামঞ্জস্যের জন্য দায়ী।