প্রতিটি নতুন স্মৃতি সংরক্ষণ মস্তিষ্কের কোশের ক্ষতির কারণ হয় ওঠে

প্রতিটি নতুন স্মৃতি সংরক্ষণ মস্তিষ্কের কোশের ক্ষতির কারণ হয় ওঠে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ এপ্রিল, ২০২৪

নতুন গবেষণা থেকে জানা যায় কোনো ঘটনা দীর্ঘ সময়ের জন্য স্মৃতিতে ধরে রাখার জন্য মস্তিষ্কে একটি প্রক্রিয়া ঘটে, বিশেষত, মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি হয় এবং স্নায়ু কোশে ডিএনএ-র ক্ষতি হয়, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে স্নায়ু কোশে স্মৃতি গঠন হয় এবং সেখানে জমা হয়। সুতরাং স্মৃতি গঠনের সময় মস্তিষ্ককে কিছু মূল্য দিতে হয়। ইঁদুরের উপর করা পরীক্ষার উপর ভিত্তি করে জানা যায় এটি মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলের ভিতরে ঘটে। হিপোক্যাম্পাস হল মস্তিষ্কের একটি অংশ যা আমাদের স্মৃতি সংরক্ষণ বা স্মৃতির আধার হিসাবে পরিচিত এবং মনে রাখার প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
নিউইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের স্নায়ুবিজ্ঞানী জেলেনা রাদুলোভিচ বলেছেন মস্তিষ্কের স্নায়ু কোশ বা নিউরনের প্রদাহ সাধারণত ক্ষতিকারক বলে বিবেচিত হয়, কারণ এর ফলে অ্যালজাইমার্স এবং পারকিনসনস রোগের মতো স্নায়বিক সমস্যা হতে পারে। কিন্তু নতুন এই গবেষণা জানায় যে মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস অঞ্চলের নির্দিষ্ট কিছু নিউরনে প্রদাহ দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরির জন্য অপরিহার্য। গবেষকের দল সংক্ষিপ্ত, মৃদু বৈদ্যুতিক শক দিয়ে ইঁদুরের মধ্যে এপিসোডিক মেমরি চালু করেন। হিপ্পোক্যাম্পাস অঞ্চলের নিউরন পর্যবেক্ষণ করে দেখা যায় টোল-লাইক রিসেপ্টর ৯ (TLR9) পাথওয়ের জিনের সক্রিয়তা প্রদাহজনক সংকেতের জন্য গুরুত্বপূর্ণ। আর এটি শুধুমাত্র স্নায়ু কোশের কিছু গুচ্ছতে সক্রিয় হয়ে ওঠে যেখানে ডিএনএ-র ক্ষতিও দেখা গিয়েছিল। যদিও মস্তিষ্কে ডিএনএ প্রায়শই ‘ব্রেকস’ বা ভেঙে যাওয়ার সম্মুখীন হয় তবে সেগুলো সাধারণত খুব দ্রুত মেরামত হয়ে যায়। এখানে, পরিবর্তনগুলো আরও তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, সাধারণত কোশ বিভাজনের সাথে যুক্ত জৈবিক প্রক্রিয়াগুলো কোশকে বিভক্ত না করেই মেমরি-গঠন ক্লাস্টারে নিউরনকে সংগঠিত করতে ব্যবহৃত হয়। পরীক্ষায় অন্তর্ভুক্ত ইঁদুরের মধ্যে প্রদাহজনক প্রক্রিয়া এক সপ্তাহ স্থায়ী হয়েছিল, যার পরে স্মৃতি-গঠনকারী নিউরন বাইরের শক্তির বিরুদ্ধে আরও প্রতিরোধী হয়ে ওঠে এবং বাহ্যিক হস্তক্ষেপ থেকে সুরক্ষিত থাকে। মানুষের মস্তিষ্কেও একই রকম কিছু ঘটতে পারে। রাদুলোভিচের মতে এটি গুরুত্বপূর্ণ কারণ আমরা ক্রমাগত তথ্য দ্বারা প্লাবিত হই, এবং স্মৃতিকে এনকোড করে এমন নিউরনকে, ইতিমধ্যে অর্জিত তথ্য সংরক্ষণ করতে হবে এবং নতুন ইনপুট দ্বারা বিভ্রান্ত হলে চলবে না।