২০২০ সালের প্রথমদিক থেকেই মাস্ক বা মুখাবরণ আমাদের নিত্যসঙ্গী। কোভিডের নিয়মকানুনের মধ্যে মাস্ক পরাটা প্রায় প্রত্যেক দেশই বাধ্যতামূলক করেছিল। কিন্তু জনমানসে এই প্রশ্ন উঠেছিল যে মাস্ক কি আদৌ করোনা সংক্রমণ কমাতে পারে? সম্প্রতি ফিনিশ ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের গবেষকরা জানাচ্ছেন, সব বয়সের জন্য মাস্ক সমান কার্যকরী নয়। ১০-১২ বছর বয়সী শিশুকিশোরদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার সত্ত্বেও কোভিড কমেনি।
বিএমসি পাবলিক হেলথ নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে এই চাঞ্চল্যকর গবেষণার খবর। মাস্ক ব্যবহারে কমবয়েসিদের মধ্যে বাড়তি কোনও সুবিধে পাওয়ার প্রমাণ পায়নি।
সংখ্যাতাত্ত্বিক অ্যাপো জুটিনেন এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। কসমস পত্রিকাকে তিনি বলেছেন, ২০২১ সালের ভয়াবহ অতিমারি পরিস্থিতিতেই অস্ট্রেলিয়া সহ বাকি দেশে মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক করেছিল। বিদ্যালয়ের পরিবেশে মুখাবরণ পরার প্রভাব বিষয়ে আমাদের কোনও স্পষ্ট ধারণা ছিল না। অপেক্ষাকৃত সাধারণ আর সহজ পদক্ষেপ হিসেবে এটা গ্রহণ করা হয়েছিল সেই সময়।
হেলসিঙ্কি আর ট্যাম্পেয়ারের মতো শহরের প্রশাসন ১২ বছরের উর্দ্ধে ফেস মাস্ক ব্যবহারের নিদান দেয়। কিন্তু পৃথিবীর অনেক শহরেই ১০-১২ বছরের শিশুদের জন্যেও এই নিয়ম ধার্য করে।