সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ইউরেনাস গ্রহ সময় নেয় ৮৪ বছর। অর্থাৎ, শেষ যখন ওই গ্রহের উত্তর মেরু পৃথিবীর দিকে ফিরে ছিল, তখন আমাদের রেডিও টেলিস্কোপ প্রযুক্তি এত উন্নত হয়নি।
কিন্তু এখন সেই সুযোগ রয়েছে। বিগত কয়েক বছর ধরেই বিজ্ঞানীরা ‘ভেরি লার্জ অ্যারে’ বা সংক্ষেপে ভিএলএ-র মতো উন্নতমানের রেডিও টেলিস্কোপ ব্যবহার করছে ইউরেনাসের গতিবিধির উপর নজর রাখতে। গবেষকেরা বলছেন, ধীরে ধীরে সামনে আসছে ইউরেনাসের উত্তর মেরু।
২০২১ থেকে ২০২২ সাল অবধি ভিএলএ-র পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, একটা দানবীয় সাইক্লোন দানা বাঁধছে ইউরেনাসের উত্তর দিকটায়। মেরু অঞ্চলে উজ্জ্বল বিন্দুও সৃষ্টি হয়েছে এই কারণে। তথ্য থেকে ওই অঞ্চলের তাপমাত্রার নকশা, বায়ুর গতিবেগ কেমন কিংবা গ্যাসের মাত্রায় ওঠানামাও বোঝা যাচ্ছে।
ইউরেনাসের উত্তর মেরুর আবহাওয়া যে সুবিধের নয়, তেমনটা মহাকাশবিজ্ঞানীরা আগে থেকেই জানতেন। ১৯৮৬ সালে ভয়েজার-২ যখন এই গ্রহের একেবারে পাশ দিয়ে উড়ে গিয়েছিল তখন থেকেই বায়ুর উচ্চ গতিবেগ শনাক্ত করতে পারে এই মহাকাশযান।